ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৮:৩০ এএম

দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইল ব্র্যান্ড  ট্রান্সকম ডিজিটাল আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল চট্টগ্রামের চকবাজারে তাদের নতুন শোরুম। ব্যস্ততম এই ব্যাবসায়িক এলাকায় নতুন শোরুমের মাধ্যমে গ্রাহকেরা পাবেন শতভাগ আসল পণ্য, বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সমাহার এবং ট্রান্সকম ডিজিটালের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক, যেখানে রয়েছে ‘গ্লোবাল টেকনোলজি, লোকাল প্রাইস’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মি. শহিদুল ইসলাম, হেড অব বিজনেস মি. রিতেশ রঞ্জন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।