ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

এমটিবি দেশের শীর্ষ ১০ সাস্টেইনেবল ব্যাংকের তালিকায় ৪র্থ স্থানে

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১০:০৬ এএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ২০২৪ সালের কার্যক্রমের ভিত্তিতে আবারও বাংলাদেশ ব্যাংক কর্তৃক দেশের শীর্ষ ১০টি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘সাসটেইনেবল রেটিং রিকগনিশন অনুষ্ঠান’-এ এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও চৌধুরী আখতার আসিফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছ থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন।