ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কিম জং উনের সঙ্গে বসতে চান ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১১:৩২ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি - সংগৃহীত

এবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেই মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর এ আগ্রহের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

এ সময় কিমকে অন্য যে কারো চেয়ে ভালো জানার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এ বছরের কোনো এক দিন আমাদের দেখা হবে। আমি তাকে দেখতে চাই। তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক।

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির কারণে ইউন সুক ইউল প্রেসিডেন্ট পদ থেকে পদচ্যুত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার মসনদে বসেন লি জেই মিয়ং। এরপর থেকে কোরিয়া উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় নানা পদক্ষেপ নিচ্ছেন তিনি।

সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে মিয়ং বলেন, আমার আশা কোরিয়া উপদ্বীপে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। এ সময় কিম জং উনের সাথে দেখা করে উত্তর কোরিয়ায় ট্রাম্প টাওয়ার নির্মাণের পরামর্শ দেন মিয়ং। বলেন, বিভাজিত জাতি কোরিয়ানরা। আপনি যদি পিয়ংইয়ং এ ট্রাম্প টাওয়ার নির্মাণ করেন, তাহলে দেশটিতে আমার গলফ খেলার একটা জায়গা তৈরি হবে।