ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঘূর্ণিঝড় ‘কাজিকি’র তাণ্ডবে ৩ জন নিহত, নদীতে পরিণত শহর

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১১:৪৯ এএম
ঘূর্ণিঝড় ‘কাজিকি’র তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। ছবি- সংগৃহীত

ভিয়েতনামে ঘূর্ণিঝড় ‘কাজিকি’র তাণ্ডবে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার উত্তর ও মধ্যাঞ্চলে আছড়ে পড়া এই শক্তিশালী ঘূর্ণিঝড় ঘরবাড়ি ধসিয়ে দিয়েছে, গাছপালা উপড়ে ফেলেছে এবং রাজধানী হ্যানয়ের সড়কগুলো নদীতে পরিণত করেছে। মঙ্গলবার সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, টাইফুন ‘কাজিকি’র তাণ্ডবে প্রায় সাত হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাবিত হয়েছে ২৮ হাজার ৮০০ হেক্টর ধানখেত। এ ছাড়া উপড়ে গেছে প্রায় ১৮ হাজার গাছ। পাশাপাশি ৩৩১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় পাঁচটি প্রদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে মানুষ।

জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার দিনভর ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং কয়েক ঘণ্টার মধ্যে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী হ্যানয়ে বৃষ্টির কারণে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। অনেক সড়ক প্রায় এক মিটার পানির নিচে ডুবে গেছে। গাড়ি-মোটরসাইকেল আটকে পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এদিকে ‘কাজিকি’ আঘাত হানার আগে কর্তৃপক্ষ পাঁচটি প্রদেশ থেকে প্রায় ৪৪ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছিল এবং মাছ ধরার নৌকাগুলোকে তীরে ফিরে আসার নির্দেশ দিয়েছিল। এরইমধ্যে ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে সেনাবাহিনীর ৩ লাখ ৪৬ হাজারের বেশি সদস্য ও ৮ হাজার ২০০ যানবাহন ও পাঁচটি উড়োজাহাজ।