ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:৪০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভায় আরবান প্রাইমারি হেলথ প্রকল্প পরিদর্শন করেছে এডিবির (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) প্রতিনিধিদল। গতকাল শুক্রবার সকালে প্রকল্পের আওতায় থাকা দুটি নগর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে দলটি। পরে তারাব পৌরসভা মিলনায়তনে পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করে। সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী। এ সময় আরও বক্তব্য দেন তারাব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপান এডিবির নির্বাহী পরিচালক সিজিও সিমিজো, এডিবির কান্ট্রি পরিচালক হো ইয়ান জিয়োং স্টিভ প্রমুখ। এ সময় এডিবির প্রতিনিধিদল পৌরসভার নগর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।