সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি)। সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে এনসিসি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পোর্টালের মাধ্যমে গ্রাহকদের চালান, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশন কিস্তি এবং বিভিন্ন সেবার বিপরীতে নির্ধারিত ফি-চার্জ আদায়ে দুই ব্যাংকের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। গতকাল রোববার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন