বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:১৬ এএম

রিভার্স রেপোর হার ৫০ শতাংশীয় পয়েন্ট কমাল বাংলাদেশ ব্যাংক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:১৬ এএম

রিভার্স রেপোর হার ৫০ শতাংশীয় পয়েন্ট কমাল বাংলাদেশ ব্যাংক

স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) বা রিভার্স রেপোর হার ৫০ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নীতি সুদহার বা ওভারনাইট রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি বিভাগের এক সার্কুলারে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মুদ্রানীতি কাঠামোর সুদহারের করিডোরের আওতায় আন্তঃব্যাংক মুদ্রাবাজার (কলমানি মার্কেট) কার্যক্রম আরও গতিশীলকরণ এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৮.৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ শতাংশে পুনর্নির্ধারণ করা হলো।

এ ছাড়া, নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) বিদ্যমান ১১.৫ শতাংশ এবং ওভারনাইট রেপো বা নীতি সুদহার বিদ্যমান ১০ শতাংশে অপরিবর্তিত থাকবে। আগামীকাল ১৬ জুলাই থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমানে ব্যাংকগুলো কল মানি মার্কেটে অন্য ব্যাংককে টাকা ধার না দিয়ে সুদহার কম হওয়া সত্ত্বেও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) এর অধীনে কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখার প্রবণতা বাড়িয়েছে। ব্যাংকগুলো যেন কলমানি মার্কেটে আরও সক্রিয় হয়, সে জন্য সুদহার কমানো হয়েছে।
একটি বেসরকারি ব্যাংকের নীতিনির্ধারণী কর্মকর্তা জানিয়েছেন, কলমানি মার্কেটে টাকা ধার নেওয়ার জন্য অনেক ব্যাংকই আগ্রহ দেখায়। বিশেষ করে, দুর্বল ব্যাংকগুলো টাকা ধার নিতে চায়। তবে এসব ব্যাংককে টাকা ধার দেওয়া হলে সময়মতো টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর আগেও এসব ব্যাংককে টাকা ধার দেওয়ার পর, সময়মতো টাকা ফেরত পাওয়া যায়নি।

এসব কারণে ব্যাংকগুলো কলমানিতে টাকা ধার দেওয়ার বদলে কম সুদে কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা করতে বেশি আগ্রহী। 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!