ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

গাজায় হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০২:০১ এএম
হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার। ছবি- সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ সিনওয়ার ছিলেন হামাসের সামরিক শাখার একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। ইয়াহিয়া সিনওয়ার এরই মধ্যে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।

নেতানিয়াহু বলেন, গাজায় চলতি মাসের শুরুতে একটি হাসপাতালে পরিচালিত অভিযানে মোহাম্মদ সিনওয়ার লক্ষ্যবস্তু ছিলেন। ২১ মে তিনি বলেছিলেন, সম্ভবত ওই হামলাতেই মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। এবার তিনি আনুষ্ঠানিকভাবে তার ‘বিনাশ’-এর ঘোষণা দিলেন।

নেতানিয়াহু আরও বলেন, গত দুই দিনে আমরা হামাসের সম্পূর্ণ পরাজয়ের দিকে নাটকীয় অগ্রগতি দেখছি। গাজায় এখন ত্রাণ বিতরণ ব্যবস্থার নিয়ন্ত্রণও আমরা নিচ্ছি, যা যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হবে।

তবে হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রসঙ্গত, গাজায় চলমান সহিংসতা মার্চ মাসে একটি নাজুক যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর আরও তীব্র হয়ে ওঠে। ইসরায়েল জানায়, তারা হামাসের রাজনৈতিক ও সামরিক কাঠামো ধ্বংস এবং গাজায় এখনো আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে চায়।

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের নেতৃত্বে চালানো এক হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। ওই ঘটনায় ২৫০ জনের বেশি মানুষকে গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।

ইসরায়েল দাবি করে, তাদের অভিযানে হাজার হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে। তবে এসব দাবির পক্ষে তারা এখনো তাৎপর্যপূর্ণ কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার হামাসে উচ্চ পর্যায়ের নেতৃত্বে উঠে আসেন বলে ধারণা করা হয়। তার মৃত্যু হামাসের সামরিক নেতৃত্বে বড় ধরনের ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে।