সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দলের কয়েক হাজার নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকা ধানমন্ডি, টিএসসি, কারওয়ান বাজার, বাংলামোটর ও নিউমার্কেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রাজধানীর বিভিন্ন গন্তব্যে ফেরা যাত্রীরা। তবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বক্তব্যের পর সড়ক ছেড়ে যান নেতাকর্মীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ মোড়ের অবস্থান পুরোপুরি ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। এরপরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
তার আগে বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল ৫টার দিকে সংগঠনটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাকরাইল, শাহবাগ হয়ে টিএসসি অভিমুখে গেলে পুলিশি বাধায় শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এতে শহরে সব সড়কে ছড়িয়ে পড়ে তীব্র যানজট।
বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।
তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন-গুম, চাঁদাবাজি ও গায়েবি মামলার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠবে। জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে সরকার টিকে থাকতে পারবে না।
আপনার মতামত লিখুন :