ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত লাশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১১:৫০ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এক যুবকের খ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. ওলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদর থানার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। এই নৃশংস হত্যাকা-ে পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে এলাকার কয়েকজন পথচারী সড়কের পাশে একটি বড় ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও, ব্যাগ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে তারা সন্দেহে পড়েন। পরে ব্যাগটি নাড়াচাড়া না করে দ্রুত থানায় খবর দেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক পুরুষের মাথা, দুই হাত, পিঠ, নাড়িভুঁড়ি, বাঁ পা ও ঊরুর কয়েকটি অংশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, লাশের আরও কিছু অংশ অন্যত্র ফেলে দেওয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই যুবককে হত্যা করে লাশ খ-িত করেছে এবং কিছু অংশ ব্যাগে ভরে এখানে ফেলে গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, উদ্ধার করা লাশের অংশগুলো ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই এমন নির্মম হত্যাকা-ের তীব্র নিন্দা জানান এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।