শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১০:৪০ এএম

টি-টোয়েন্টি সিরিজ শুরু - আজ বাংলাদেশের ডাচ-পরীক্ষা অথবা দাপুটে জয়ে চোখ লিটনদের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১০:৪০ এএম

টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ

আজ শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার আগে ডাচদের বিপক্ষে নিজেদের যাচাই করে নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন লিটন দাসরা। অন্যদিকে, আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস দল। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও ডাচরা যে মাঠের লড়াইয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেটি বলার অপেক্ষা রাখে না।

এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করছে নেদারল্যান্ডস দল। আগে পাঁচবার বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ইউরোপের দলটি। তবে সব কয়টি ম্যাচই হয়েছে বিদেশের মাটিতে। এর মধ্যে চারটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। এক ম্যাচে জয় ডাচদের। সর্বশেষ গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ^কাপে পরস্পরের মুখোমুখি হয়েছিল দুই দল। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত ওই ম্যাচে ২৫ রানে জয় পায় বাংলাদেশ। এবার ঘরের মাঠেও নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টায় থাকবেন লিটনরা। এ সিরিজটি বাংলাদেশের জন্য খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়ার সিরিজও বটে। অনেক দিন পর দলে ফিরেছেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এশিয়া কাপ সামনে রেখে এই দুজনকে বাজিয়ে দেখতে চাইবেন কোচ ফিল সিমন্স। তরুণরাও নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন। বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের কতটা উন্নতি হয়েছে, সেটিও দেখে নেওয়ার পালা। কেননা সম্প্রতি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। এত দিন উড লিটনদের নিয়ে যে কাজ করেছেন আড়ালে থেকেÑ সেটি ব্যাটসম্যানদের পারফরম্যান্সে কতট প্রভাব পড়ছে, তা দেখার বিষয়।

এ ছাড়া আমিরাতের উইকেটের সঙ্গে সহজে মানিয়ে নিতে সিলেটের মাঠে সিরিজ আয়োজন করা হয়েছে। সিলেটের উইকেটে টাইগাররা কী পারফরম্যান্স প্রদর্শন কওে, সেটিও দেখার অপেক্ষা। পেসারদেরও ঝালিয়ে নেওয়ার মঞ্চও নেদারল্যান্ডস সিরিজ। এশিয়া কাপে চোখ রেখেই বোলিংয়ে নিজেদের শুধরে নেবেন মোস্তাফিজরা। সব মিলিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয়ের লক্ষ্য থাকবে বাংলাদেশের। ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘আমরা খেলব জেতার জন্য।

সামনে খুব বেশি সময় নেই, এই সিরিজের পরেই বড় টুর্নামেন্ট এশিয়া কাপ। আমার মনে হয়, এশিয়া কাপের আগে এই সিরিজটা খুব ভালো সুযোগ আমাদের জন্য। প্রায় একই রকম কন্ডিশনে খেলার সুযোগ পাওয়া যাবে, যা কাজে দেবে।’ অন্যদিকে, প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে চমক দেওয়ার অপেক্ষায় নেদারল্যান্ডস। দলটির অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানালেন, বাংলাদেশের বিপক্ষে জয়ের মিশনে নামবেন তারা। তিনি বলেন, ‘অবশ্যই বিশ^াস করি, সিরিজ জিততে পারব। প্রতিটি সিরিজে জেতার জন্যই খেলি। আমরা আশা করি, ভালো ক্রিকেট খেলব। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের একটা সুযোগ থাকবে।’ সিলেটের মাঠে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টি বাগড়া দিতে পারে, এমন আশঙ্কা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!