এক দিন আগেও শ্রীলঙ্কার সমর্থক বনে গিয়েছিল বাংলাদেশ। কেননা, এশিয়া কাপের সুপার ফোর পর্বে ওঠার ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয় ছাড়া বিকল্প কোনো সমীকরণ ছিল না বাংলাদেশের সামনে। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতেছে। বাংলাদেশেরও সুপার ফোরে খেলা নিশ্চিত হয়েছে। মজার ব্যাপার হলো, এবার সুপার ফোর পর্বের লড়াইটা শুরু হচ্ছে এ দুই দলের ম্যাচ দিয়েই। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে।
সুপার ফোরে খেলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানও। চারটি দল একে অপরের বিপক্ষে ম্যাচ খেলবে। অর্থাৎ, টুর্নামেন্টের এই পর্বে বাংলাদেশের ম্যাচ তিনটি। সুপার ফোর পর্ব থেকে দুটি দল ফাইনালে উঠবে। ২৮ সেপ্টেম্বর হবে এশিয়া কাপের ফাইনাল। শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার মিশনে সুপার ফোর পর্বে শ্রীলঙ্কাকে হারিয়েই শুরুটা করতে চায় বাংলাদেশ। একই গ্রুপে থাকায় আগেও একবার দুই দলের সাক্ষাৎ হয়েছিল। ওই সাক্ষাতে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় লঙ্কানরা। এবার আবারও শ্রীলঙ্কা জিতবে, নাকি গত ম্যাচে হারের প্রতিশোধ নেবে বাংলাদেশÑ সেটি জানা যাবে দুই দলের মাঠের লড়াই শেষে।
গ্রুপ পর্বের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর পর্বের ম্যাচটিও বাংলাদেশের জন্য সহজ হবে না। এই ম্যাচেও কঠিন চ্যালেঞ্জ থাকবে লিটন দাসদের জন্য। কারণ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং মিলিয়ে এশিয়া কাপে দুর্দান্ত খেলছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জয় তুলে নেয় তারা। বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে যাত্রা করে লঙ্কানরা। এরপর হংকং ও আফগানিস্তানের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখে শ্রীলঙ্কান দলটি। বিশেষ করে আফগানদের বিপক্ষে প্রায় পৌনে দুইশ রানের টার্গেট যেভাবে চেজ করে জিতেছে শ্রীলঙ্কা, তাতে টুর্নামেন্টে অনেক দূর এগিয়ে যাওয়ার সক্ষমতার প্রমাণ দিয়েছে তারা। তাই শ্রীলঙ্কার সামনে এবারও ভালো পরীক্ষাই দিতে হতে পারে বাংলাদেশকে। তবে গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে লড়াই জমিয়ে না তুলতে পারলেও সুপার ফোরে স্বরূপেই ফেরার চেষ্টায় থাকবেন লিটন দাসরা। গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে যে ক্রিকেট উপহার দিয়েছেন তারা, সেই ছন্দ ধরে রাখতে পারলে সুপার ফোর পর্বেও ভালো কিছুই অপেক্ষা করছে। সর্বশেষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশ। যদিও নানা ভুলভ্রান্তি ছিল। তবে এসব হতাশা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের।
এবার এশিয়া কাপের প্রথম শিরোপা জয়ের লক্ষ্য লিটনদের। টুর্নামেন্ট শুরুর আগে এমন প্রত্যাশার কথাই ব্যক্ত করেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক। তাই শিরোপায় চোখ রেখে সুপার ফোর পর্বে লড়বেন তারা। তবে এই পর্বে শ্রীলঙ্কার পর পাকিস্তান ও ভারতের বিপক্ষে বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হতে পারে। তবে কঠিন পথ পাড়ি দিয়ে ফাইনালে ওঠাটাই এখন মুখ্য বিষয়। গ্রুপ পর্বের ম্যাচ আবুধাবির মাঠে খেলেছিল বাংলাদেশ। এবার দুবাইয়ের মাঠে খেলবে তারা। এখানেও চ্যালেঞ্জ থাকছে। সফল হতে হলে চ্যালেঞ্জ জিততে হবে তাদের। দুবাইয়ের মাঠে বাংলাদেশের অতীত স্মৃতি অম্ল-মধুর। অবশ্য এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভালো কিছুই উপহার দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন