বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১০:৫০ পিএম

ফিলিস্তিনের গাজা

শতাধিক হত্যার পর পুনরায় যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১০:৫০ পিএম

শতাধিক হত্যার পর  পুনরায় যুদ্ধবিরতির  ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে ১০৪ জনকে হত্যার পর গতকাল বুধবার ফের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এক এক্স পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রাজনৈতিক নেতাদের নির্দেশনার পর সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করেছে। বিবৃতিতে দখলদাররা বলেছে, তারা গাজার প্রায় ৩০ জায়গায় হামলা চালিয়েছে। এতে হামাসের অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করা হয়েছিল বলেও জানায় তারা।

এর আগে গত মঙ্গলবার রাতে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই দিন বিকেলে রাফাহতে এক ইসরায়েলি সেনা নিহত হয়। তবে তার ওপর কে বা কারা হামলা চালিয়েছিল সেটি নিশ্চিত নয়।

ওই সেনার মৃত্যুর পর ইসরায়েল দাবি করে, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ ছাড়া মৃত জিম্মিদের মরদেহ সময়মতো ফেরত না দিয়ে হামাস চুক্তি ভঙ্গ করেছে বলেও দাবি করে তারা। এরপরই রাতে গাজায় ব্যাপক হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। তার নির্দেশের কয়েক ঘণ্টা পর ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় এসে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে।

এতে এক পরিবারের ১৮ জনসহ প্রায় ১০৪ জন প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। মঙ্গলবার নেতানিয়াহু হামলার নির্দেশ দেওয়ার পর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস জানায়, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত করেছে।

এদিকে গতকাল বুধবার জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি যা বুঝেছি, তারা এক ইসরায়েলি সেনাকে মেরে ফেলেছে। তাই ইসরায়েল পাল্টা আঘাত হেনেছে। তাদের পাল্টা আঘাত হানা উচিত। এসব যখন ঘটবে, তাদের পাল্টা আঘাত হানা উচিত।’ ট্রাম্প বলেন, ‘কোনো কিছুই যুদ্ধবিরতিটিকে ঝুঁকিতে ফেলতে পারবে না। আপনাকে বুঝতে হবে, হামাস মধ্যপ্রাচ্যের শান্তির খুব ক্ষুদ্র একটা অংশ আর তাদের সঠিকভাবে চলতে হবে।’

মঙ্গলবারের এই হামলা ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সহিংসতা। হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেড ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে জানিয়েছে, তারা এক বন্দির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে। এক বিবৃতিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে ‘মরদেহ অনুসন্ধান, খনন ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে। ফলে বাকি ১৩ বন্দির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।’ এদিকে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, উভয় পক্ষের হামলার অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে। ‘ছোটখাটো সংঘর্ষ তো ঘটতেই পারে’, মঙ্গলবার কংগ্রেস হিলে সাংবাদিকদের বলেন ভ্যান্স। ‘আমরা জানি, হামাস কিংবা গাজার কেউ একজন ইসরায়েলি সেনাকে আক্রমণ করেছে। ইসরায়েল তার জবাব দেবেÑ এটা স্বাভাবিক। তবে প্রেসিডেন্টের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত শান্তি টিকে থাকবে বলে আমরা বিশ্বাস করি।’ তবে হামাস জানিয়েছে, রাফাহর ওই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৮ হাজার ৫৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৬৫৫ জন। এ ছাড়া গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫৯৭ ফিলিস্তিনি। এ ছাড়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৪৮২টি মৃতদেহ।

রূপালী বাংলাদেশ

Link copied!