ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড ভাঁজযোগ্য ফোনের নতুন মানদন্ড 

ইনফোটেক প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৫:৩৬ এএম

গুগল আনুষ্ঠানিকভাবে চলতি সপ্তাহে নতুন পিক্সেল সিরিজ উন্মোচন করবে। তবে এর আগেই একটি সংক্ষিপ্ত ভিডিও টিজারে প্রকাশ পেয়েছে বহুল প্রত্যাশিত গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড। দেখতে অনেকটা পিক্সেল ৯ প্রো ফোল্ডের মতো হলেও, ভেতরে ও ফিচারে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এই মডেলটি ভাঁজযোগ্য স্মার্টফোনের বাজারে গুগলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। গুগল প্রকাশিত টিজার থেকে পিক্সেল ১০ প্রো ফোল্ডের পাঁচটি নতুন ফিচার থাকছে এখানে। 

উন্নত ধূলা ও পানির প্রতিরোধ ক্ষমতা

পিক্সেল ১০ প্রো ফোল্ডে আসতে পারে ‘আইপি৬৮’ রেটিং, যা দেড় মিটার গভীর পানিতে ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকার পাশাপাশি ধূলাবালি সম্পূর্ণ প্রতিরোধ করবে। পূর্ববর্তী পিক্সেল ৯ প্রো ফোল্ডে ছিল ‘আইপিএক্স৮’ রেটিং, যেখানে পানির প্রতিরোধ ক্ষমতা থাকলেও ধূলা প্রতিরোধ ছিল না।

বর্তমানে বাজারে থাকা বেশিরভাগ ফোল্ডেবল ফোনে ধূলা প্রতিরোধ নেই, তাই এই আপগ্রেডটি ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা হতে পারে। তবে গুগল আসলেই এই স্তরের সুরক্ষা দিতে পারবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে।

বড় ব্যাটারি, দীর্ঘস্থায়ী চার্জ

ফোল্ডেবল ফোনগুলোর অন্যতম সীমাবদ্ধতা হলো ছোট ব্যাটারি, কারণ স্ক্রিন বড় হলেও ব্যাটারির জায়গা তুলনামূলক কম থাকে। কিন্তু পিক্সেল ১০ প্রো ফোল্ডে আসতে পারে ৫,০৫০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি, যা আগের মডেলের ৪,৬৫০ মিলিঅ্যাম্পিয়ার থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। এটি শুধু আগের পিক্সেল মডেলের চেয়ে নয়, বরং স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এর (৪,৪০০ মিলিঅ্যাম্পিয়ার) চেয়েও বড়। 

এর ফলে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা মিলবে, বিশেষ করে বড় স্ক্রিনে ভিডিও, গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময়।

নতুন এআই টুল : ক্যামেরা কোচ ও ভয়েস এডিটিং

গুগলের এআই দক্ষতার প্রতিফলন মিলবে এই ফোনেও। শোনা যাচ্ছে, এতে থাকবে ‘ক্যামেরা কোচ’ নামের নতুন ফিচার, যা আপনার তোলা ছবির বিশ্লেষণ করে উন্নত করার পরামর্শ দেবে। অর্থাৎ এটি হবে ব্যক্তিগত ফটোগ্রাফি প্রশিক্ষকের মতো। এ ছাড়া আসতে পারে ‘কনভার্সনাল ফটো এডিটিং’ মুড, যেখানে কণ্ঠ বা টেক্সট কমান্ড দিয়ে ছবি এডিট করা যাবে। উদাহরণস্বরূপ, কোনো অবাঞ্ছিত অবজেক্ট মুছে ফেলা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের মতো কাজ করা সম্ভব হবে সরাসরি ভয়েস কমান্ডে।

শক্তিশালী টেনসর জি৫ চিপসেট

পিক্সেল ১০ প্রো ফোল্ডে থাকবে গুগলের সর্বশেষ টেনসর জি৫ চিপসেট, যা পূর্বের জি৪ এর চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন। যদিও এটি ¯œ্যাপড্রাগন ৮ এলাইটের মতো অতিশক্তিশালী নয়, তবু এআই প্রসেসিং, গেমিং ও দৈনন্দিন পারফরম্যান্সের জন্য যথেষ্ট শক্তি সরবরাহ করবে। নতুন চিপসেট ফোনের শক্তি বৃদ্ধির পাশাপাশি ব্যাটারি দক্ষতা ও ক্যামেরা প্রসেসিংয়েও উন্নতি আনতে পারে।

উজ্জ্বল ও বড় স্ক্রিন

বাইরের কভার ডিসপ্লের আকার কিছুটা বেড়ে হতে পারে ৬.৪ ইঞ্চি (আগে ছিল ৬.৩ ইঞ্চি)। বেজেল ছোট হওয়ায় ফোনের মোট সাইজ তেমন বদলাবে না। এছাড়া কভার স্ক্রিনের পিক ব্রাইটনেস বেড়ে হতে পারে ৩,০০০ নিটস, যা পূর্বের ২,৭০০ নিটস থেকে বেশি। মূল ভাঁজযোগ্য ডিসপ্লের উজ্জ্বলতাও সম্ভবত উন্নত হবে, যাতে সূর্যের আলোতেও স্পষ্ট ভিজ্যুয়াল পাওয়া যায়। 

গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ডের সম্ভাব্য আপগ্রেডগুলো- উন্নত সুরক্ষা, বড় ব্যাটারি, নতুন এআই ফিচার, শক্তিশালী চিপসেট ও উজ্জ্বল স্ক্রিন; ভাঁজযোগ্য ফোন বাজারের অন্যতম প্রতিযোগী করে তুলতে পারে। যদিও আনুষ্ঠানিক লঞ্চের পরই নিশ্চিতভাবে বলা যাবে কোন ফিচারগুলো বাস্তবে এসেছে, তথ্য অনুযায়ী, পিক্সেল ১০ প্রো ফোল্ড ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা বয়ে আনতে চলেছে।