আন্দোলনের জের ধরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সব মিলিয়ে মোট ৯ জনকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।
সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এক আদেশে তাদের বরখাস্ত করা হয়। তাদের বরখাস্তের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।
জানা গেছে, অফিসের ‘দাপ্তরিক কাজে বাধা দেওয়া এবং সংগঠনের ভূমিকা পাালনের মাধ্যমে দেশের আমাদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্থ করায় এই সিদ্ধান্ত’ গ্রহণ করেছে এনবিআর।
বরখাস্তের তালিকায় আছেন- আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সোহেলা সিদ্দিকা, ঢাকা খর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব, ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মেজবাহ উদ্দিস খান, দিনাজপুর কর অঞ্চলের পরদির্শী রেঞ্জ-২ এর যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া ও সিআইসির পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী।
এর আগে, দুপুরে সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, খুলনার মোংলার কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির ও খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।