ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

পাওনা টাকার দ্বন্দ্বে হত্যা, চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:৪৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা নিয়ে দ্বন্দের জেরে কালাম আলী নামে একজনকে শ্বাসরোধে হত্যা করার দায়ে আব্দুল খালেক (৩৭)কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়ার আদেশ দিয়েছে আদালত।

সোমবার (১৮ আগস্ট) বিকালে দায়রা জজ মিজানুর রহমান দন্ডিতের উপস্থিতিতে এ আদেশ ঘোষণা করেন।

অভিযুক্ত খালেক শিবগঞ্জের মির্জাপুরের কালীতলা গ্রামের আজাহার আলীর ছেলে। নিহত কালাম একই এলাকার এরশাদ আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে গ্রামের একটি আমবাগানে খুন হন কালাম। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা ওই দিন শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা, শিবগঞ্জ থানার পরিদর্শক আব্দুল মালেক, ২০২২ সালের ২৯ মে অভিযোগপত্র জমা দেন।