মানিকগঞ্জের দৌলতপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত সহকারী শিক্ষকের নাম শাহনাজ নাসরিন। তিনি উপজেলার ৪০ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে শিক্ষক শাহনাজ নাসরিনের ফেসবুক পেজে পঞ্চম শ্রেণির ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র পোস্ট করা হয়।
পরীক্ষাটি শুরু হওয়ার সময় ছিল দুপুর ১টা ৩০ মিনিট। তবে ফাঁস হওয়া প্রশ্নপত্রের খবরের কারণে শিক্ষার্থীরা পরীক্ষার আগে প্রস্তুতি নিতে পেরেছেন।
ঘটনা জানতে চাইলে সহকারী শিক্ষক শাহনাজ নাসরিন বলেন, ‘আমি স্মার্টফোন ব্যবহার করি না, ফোনটি বাসায় থাকে। ফোনটি আমার স্বামী ব্যবহার করেন। এ বিষয়ে আমি আর বেশি কিছু বলতে পারব না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা বলেন, ‘গত রোববার উপজেলা শিক্ষা অফিস থেকে প্রশ্নপত্র এনে বিদ্যালয়ের নির্ধারিত আলমারিতে রেখে বাড়ি চলে গিয়েছিলাম। সকালেই পরীক্ষা শুরু হয়েছে। পরে ফেসবুকে সহকারী শিক্ষিকা শাহনাজ নাসরিনের পেজ থেকে প্রশ্নপত্র ফাঁসের খবর পাই।’
তিনি আরও বলেন, শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি জানান, ফোনটি তিনি ব্যবহার করেন না। কে বা কারা প্রশ্নপত্র ফেসবুকে প্রকাশ করেছে তা বলা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ জানান, শাহনাজ নাসরিনের ফেসবুক প্রশ্ন ফাঁসের খবর পাওয়া গেছে। তাকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় শাস্তি দেওয়া হবে।
অভিভাবকদের অভিযোগ, সারা বছর সন্তানকে স্কুল, কোচিং ও বাসায় পড়িয়ে পরীক্ষার জন্য প্রস্তুত করি। অথচ কেউ কেউ রেডিমেট প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পাচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রোধ করা ও পঞ্চম শ্রেণির পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন তারা।