বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৯ মডেলের আটকে পড়া উড়োজাহাজটি অবশেষে দেশের উদ্দেশে উড়াল দিয়েছে। দীর্ঘ প্রায় ৩২ ঘণ্টা পর দুবাই থেকে দেশে ফিরছে বিমানটি। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় ৯টায়) বিমানটি দেশের উদ্দেশে রওনা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে উড়োজাহাজটির ২৭৫ যাত্রী নিয়ে দেশে ফেরার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড করে রাখা হয়। এই ফ্লাইটের ২৭৫ যাত্রীর মধ্যে ৫৫ জন ঢাকার, বাকিরা চট্টগ্রামের। ফ্লাইটটিতে শিশু ও প্রবীণ যাত্রীও রয়েছেন।
দুবাইয়ে বিমান বাংলাদেশের স্টেশন ম্যানেজার পি এম দস্তগীর এ বিষয়ে বলেন, বিমানের এই ফ্লাইট দুবাইয়ে অবতরণ করেছিল রাত ১০টা ৫০ মিনিটে। সেখান থেকে ফিরতি ফ্লাইট রওনা দেওয়ার কথা ছিল বুধবার রাত ১২টা ৫ মিনিটে।
তিনি আরও বলেন, ‘হেভি লোড নেওয়ার কারণে বিমানের চাকায় বাতাসের স্ফীতি কমতে পারে। উড়োজাহাজটি বিমানের বহরে অপেক্ষাকৃত নতুন সংযোজন। এটি আমাদের টরন্টো, ইউরোপের গন্তব্যেই বেশি যায়। মঙ্গলবার এটি দুবাই থেকে ক্লিয়ার করেছি, তখনো কোনো সমস্যা দেখা যায়নি।’
ফ্লাইটটি গত বুধবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে ৪ ঘণ্টা ৫৫ মিনিট উড়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে চট্টগ্রামে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে ঢাকার পথে উড়াল দেওয়ার কথা ছিল। এখন এটি প্রায় ৩০ ঘণ্টা বিলম্বে গতকাল স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় চট্টগ্রামের উদ্দেশে দুবাই ছাড়তে পারে বলে যাত্রীদের জানানো হয়েছিল।
এ ঘটনায় আটকে পড়া যাত্রীদের দুর্ভোগে থাকার তথ্য দিয়ে ফ্লাইটটির বিজনেস ক্লাসের যাত্রী আবুধাবিপ্রবাসী আবাসান ব্যবসায়ী মোহাম্মদ আবুল বাশার বলেন, দেশে যাওয়ার জন্য বুধবার রাত ৮টায় তিনি আবুধাবি থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছিলেন। তিনি বলেন, বিলম্ব হওয়ায় নারী, শিশু, প্রবীণসহ নানা বয়সের যাত্রীরা দুর্ভোগের মধ্যে এখনো দুবাই আটকে আছেন।
চট্টগ্রামের পটিয়ার এই প্রবাসী বলেন, বুধবার রাত ১২টা ৫ মিনিটে তাদের মূল ফ্লাইটটি ছিল। তারা বোর্ডিং পাস পেয়ে উড়োহাজাজে ওঠার জন্য অপেক্ষায় ছিলেন। প্রথমে বিমান থেকে তাদের জানানো হয় ফ্লাইটটি এক ঘণ্টা বিলম্ব হবে। এক ঘণ্টা পর দ্বিতীয় দফায় বলা হয়, ফ্লাইট ছাড়বে রাত ৩টায়। এ সময়ও ফ্লাইট না ছাড়লে বিমানের দুবাই এয়ারপোর্টে কর্মরত একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাকে একটি ভিডিও ক্লিপ দেখিয়ে বলেন যে, এয়ারক্রাফটটির একটি চাকায় সমস্যা দেখা গেছে। ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে নতুন চাকা দুবাইয়ে এসে পৌঁছালে তা লাগানো হবে। তবে এমিরেটসের ওই ফ্লাইটে চাকা পৌঁছানি দুবাইতে।
কবে আসবে জানতে চাইলে বিমানের স্টেশন ম্যানেজার দস্তগীর বলেন, এমিরেটস এয়ারলাইনস কিছু সীমাবদ্ধতার কারণে ঢাকা থেকে তাদের ফ্লাইটে বিমানের চাকাটি আনতে পারেনি। তাই বৃহস্পতিবার রাত পৌনে ১টায় বিমানের একটি ফ্লাইটে চাকাটি আনা হচ্ছে। শুক্রবার আমিরাতের সময় ভোর সাড়ে ৫টায় চট্টগ্রামের উদ্দেশে দুবাই ত্যাগ করবে। বিমানযাত্রীদের সবাইকে হোটেল নেওয়া হয়েছে। কেবল ১২ সদস্যের একটি পরিবার নিজে থেকেই হোটেলে যেতে চায়নি। তারা বিমানবন্দরের ‘লাউঞ্জেই’ থেকে গেছে। তবে অবশেষে ৩২ ঘণ্টা পরে দেশের উদ্দেশে উড়াল দিয়েছে বিমানটি।
আপনার মতামত লিখুন :