ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তাই নিজে থেকে পদত্যাগ করার কোনো ইচ্ছা তার নেই। তবে সরকার (প্রধান উপদেষ্টা) বললে চলে যাবেন বলে জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।
এদিকে বিমান দুর্ঘটনার পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের দুটি বিষয়ের পরীক্ষা এক দিনে নেওয়া হবে বলে গতকাল জানিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা। তবে এ নিয়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত পিছু হটে সরকার।
গতকাল বিকেলে পরীক্ষা দুটি পৃথক দুই দিনে নেওয়ার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর পরীক্ষা স্থগিত না করাসহ নানা গাফিলতির অভিযোগ এনে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের আন্দোলন ও নানা সমালোচনার মুখে ওই দিনই শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে সরকার।
এসব বিষয়ে গতকাল শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।’
শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করার পর শিক্ষাসচিবকে সরিয়ে দেওয়া হয়। এখন শিক্ষা উপদেষ্টা কী করবেনÑ এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়মকানুন আছে, তা অনুসরণ করার চেষ্টা হয়েছে। আর শিক্ষাসচিবকে অব্যাহতি দেওয়ার বিষয়টি উচ্চতর কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, সেই উত্তরও আমি দিতে পারব না।’
আপনি পদত্যাগ করবেন কি নাÑ এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনা পরম্পরায় আমি আপনাদের জানালাম। আপনারা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক। আমার তো নিয়োগপত্রও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারা (সরকার) যদি মনে করেন আমার কাজে ব্যত্যয় ঘটেছে। তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।’
স্থগিত পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট : বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া চলমান এইচএসসি ও সমমানের দুটি বিষয়ের পরীক্ষা এক দিনে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টার এ ঘোষণার পর পরীক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেন। পরে সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পৃথক দুই দিনে পরীক্ষা নেওয়ার জন্য রুটিন প্রকাশ করা হয়েছে।
গতকাল বিকেলে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হয়দার স্বাক্ষরিত রুটিনে দেখা যায়, স্থগিত ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
আগের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২২ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর গতকাল অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।
আপনার মতামত লিখুন :