সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের আদেশে এসব হিসাব থেকে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিআইডির অনুসন্ধানে দেখা যায়, প্রতারণার পাশাপাশি অর্থপাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে। এসব তথ্যের ভিত্তিতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক লেনদেন বিশ্লেষণ চলছে।
সিআইডি বলছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ভুয়া পরিচয়ে সাবেক প্রধানমন্ত্রীকে জড়িয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় গুরুতর অপরাধ। এ বিষয়ে আমরা কঠোর নজরদারি ও তদন্ত চালিয়ে যাচ্ছি। সিআইডি জানিয়েছে, প্রতারণায় ব্যবহৃত ফোন রেকর্ড, লেনদেনের রসিদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তা বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :