পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে গত মঙ্গলবার ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মারুফ সাত্তার আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় গ্রুপের অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পায়রা বন্দর কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী।
সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। পায়রা বন্দর ব্যবহার করে ব্যবসা-বাণিজ্যের পরিধি আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও সভায় আলোচনা হয়। এ সময় বন্দরের কর্মকর্তারা জানান, বর্তমানে পায়রা বন্দর দিয়ে কয়লা-পাথর আমদানি হচ্ছে। ভবিষ্যতে অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর বিষয়েও তারা কাজ করছেন। এ ছাড়া বন্দর এলাকায় সোলার প্রকল্প করার বিষয়টিও তাদের ভাবনায় রয়েছে।
আপনার মতামত লিখুন :