রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লায় অভিযান চালিয়ে র্যাব-১-এর একটি দল তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, হত্যার পর দুই আসামি কুমিল্লায় পালিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য শনিবার দুপুরে উত্তরা র্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত সিসা লাউঞ্জটির দ্বিতীয় তলার সিঁড়িতে এই হত্যাকা- ঘটে। নিহত রাব্বি ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। পুলিশের ধারণা, আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরেই রাহাতকে হত্যা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই হত্যাকা-ের সঙ্গে পাঁচজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মাত্র দেড় মিনিটের ওই কিলিং মিশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৫টা ২৮ মিনিটে রাব্বি পকেটে দুই হাত দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। এ সময় সাদা ও রং মিশ্রিত হাফ হাতা শার্ট পরিহিত একজন এবং কালো টি-শার্ট পরিহিত দুই যুবক তার পেছনে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সিঁড়িতে দাঁড়িয়ে কারও সঙ্গে রাব্বিকে কথা বলতে দেখা যায়। এর কিছুক্ষণ পর ৫টা ২৮ মিনিট ৪০ সেকেন্ডে কালো টি-শার্ট পরিহিত আরেক যুবক নিচে নেমেই কোমর থেকে অস্ত্র বের করে রাব্বির মাথায় আঘাত করতে থাকে। এ সময় রাব্বির সঙ্গে সিঁড়ি বেয়ে নামা কালো টি-শার্ট পরিহিত যুবকেরা এদিক-সেদিক ছুটতে থাকেন। ভোর ৫টা ২৮ মিনিট ৪২ সেকেন্ডে নিচ থেকে সিঁড়ি বেয়ে ধারালো অস্ত্র হাতে পাঞ্জাবি ও সাদা পায়জামা পরিহিত এক যুবক লিফটের সামনে রাব্বিকে আঘাত করতে থাকে।
ওই সময় রাব্বির সঙ্গে সিঁড়ি বেয়ে নামা কালো টি-শার্ট পরিহিত যুবক ফেরাতে গেলে পাঞ্জাবি পরিহিত যুবক তাকেও আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় কালো টি-শার্ট ও পাঞ্জাবি পরিহিত তিন যুবক দৌড়ে এসে পুনরায় রাব্বিকে আঘাত করে রক্তাক্ত করে। তখন ভবনটির ফ্লোর রাব্বির রক্তে ভেসে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বনানীর এই বাসার পঞ্চম তলায় ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারটি রয়েছে। সেখান থেকে নামার সময় মুন্নাসহ কয়েকজন রাব্বিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, রাহাত তার পূর্বপরিচিত কয়েক যুবকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন