শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৫:১০ এএম

কলিজাসহ তোর ছেলেকে টেনে আনব - কিশোরের মাকে এসআইয়ের হুমকি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৫:১০ এএম

কলিজাসহ তোর ছেলেকে টেনে আনব - কিশোরের মাকে এসআইয়ের হুমকি

চট্টগ্রামের পটিয়ায় ১৫ বছরের কিশোরের মাকে ফোনে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শাহীনা আক্তার নামে ওই নারীকে ফোন দিয়ে তিনি বলেন, ‘এক ঘণ্টার মধ্যে ছেলেকে থানায় হাজির না করলে কলিজাসহ তোর ছেলেকে টেনে আনব।’ এ সময় তিনি ‘তুই তুই’ সম্বোধনসহ চট্টগ্রামের মানুষের মাকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন।

ভুক্তভোগী শাহীনা আক্তারের হাতে থাকা অডিও রেকর্ডিংয়ে এসব হুমকি ও গালিগালাজ স্পষ্ট শোনা যায়। রেকর্ড অনুযায়ী, এসআই হান্নান দাবি করেনÑ কিশোর আবদুল আজিজ বুধবার রাতে এক ব্যক্তিকে হুমকি দিয়েছে, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

কিশোরের মা জানান, তার ছেলে গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং কোনো অপরাধে জড়িত নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিডি করানো হয়েছে, আদালতের অনুমতি ছাড়াই দুই দফায় ফোন দিয়ে হুমকি ও গালিগালাজ করেছেন, অভিযোগ করেন তিনি।

যোগাযোগ করা হলে এসআই হান্নান বলেন, ‘ওই মহিলাকে অনেক বুঝিয়েছি। কথা শুনছেন না।’ তবে ‘তুই’ সম্বোধন ও গালিগালাজের বিষয়ে কোনো উত্তর দেননি।

পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘ওই কিশোরের বিরুদ্ধে জিডি হওয়ার বিষয়টি আমার জানা নেই এবং আমি তাকে ডাকিনি। আদালতের অনুমতি ছাড়া তদন্ত বা ফোন দেওয়ার বিধান নেই। নারী বা কিশোরের মাকে গালিগালাজ করা পুলিশের আচরণবিধির লঙ্ঘন।’

উল্লেখ্য, ওই পুলিশ অফিসার অশোভন আচরণ, ‘তুই তুই’ বলে সম্বোধনের পাশাপাশি চট্টগ্রামের মাকে অশ্লীলভাবে গালি দিয়েছেন, যা রেকর্ডে শোনা গেছে। জিডি তদন্তের ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হয় এবং ঘটনার এলাকার থানাতেই সেবা নিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে ওই অফিসার ওসির অনুমতি ছাড়াই অন্য থানাধীন অপরাধ নিজ উদ্যোগে পটিয়া থানায় টেনে এনে জিডি দায়ের করিয়েছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!