ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারে পাঁচ তারকা হোটেল ‘সল্ট বে’র শুভ উদ্বোধন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:০৪ এএম

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের ইনানী বিচে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ‘সল্ট বে’র শুভ উদ্বোধন হলো। ‘বিনিয়োগের নতুন দিগন্ত আত্মবিশ্বাসের নতুন ঠিকানা’Ñ এই স্লোগানে গতকাল বৃহস্পতিবার রাজধানী আগারগাঁওয় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। গ্রাহকের ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ ও লাক্সারি আশ্রয়ের জন্য নতুন এই পাঁচ তারকা মানের হোটেল ‘সল্ট বে’ নিয়ে এসেছে ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ডেপুটি ডিরেক্টর ফরহাদ উদ্দিন। জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ হোটেলের শুভ উদ্বোধন করেন। এ সময় ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ডিরেক্টর সুজাল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আলী, ডেপুটি ডিরেক্টর ফরহাদ উদ্দিন উপস্থিত ছিলেন।   

তিন দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানের দিন গতকাল দেশের ৫০টি ইংরেজি মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া আজ শুক্রবার ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নৃত্য প্রতিযোগিতা। সমাপনী দিন ২০ সেপ্টেম্বর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

উদ্বোধনী দিন থেকেই দর্শনার্থী ও বুকিং দেওয়া গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় অফার। আয়োজনটি চলবে টানা তিন দিনÑ ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উপভোগ করা যাবে নানা আয়োজন। বুকিং করলেই গ্রাহকরা পাচ্ছেন ৪০ শতাংশ মূল্যছাড় এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

পুরস্কারসমূহ:

প্রথম পুরস্কার- ইডেন বে হোটেলের ১টি শেয়ার; দ্বিতীয় পুরস্কার- সল্ট বে হোটেলের ১টি শেয়ার; তৃতীয় পুরস্কার- রাইট এইড হাসপাতালের ১টি শেয়ার; চতুর্থ পুরস্কার- গ্রীন হীর রিসোর্টের ১টি শেয়ার; পঞ্চম পুরস্কার বে ফন্ট কুয়াকাটার ১টি শেয়ার।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনীতে দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলেছে এবং বাকি দিনগুলোতেও দর্শকদের জন্য থাকবে নানা চমকপ্রদ আয়োজন। অনুষ্ঠানে আগত একজন অতিথি জানান, আমার কাছে সল্ট বে শুধু একটি হোটেল নয়, এটি আমার আর আমার পরিবারের জন্য একটি নিরাপদ বিনিয়োগ। এখানে আছে লাক্সারি ও নিশ্চিত নিরাপত্তা। সৈকতনগরী কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সল্ট বে আমার প্রথম পছন্দ।