ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বললেন প্রেস সচিব

দেশের মানুষ আওয়ামী  লীগ ছাড়াই নির্বাচন চায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:২৪ এএম

আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ নির্বাচন চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে হবে কি নাÑ সেই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের বক্তব্য ‘কম হওয়ায় ভালো’ বলে মনে করছেন তিনি।

গতকাল রোববার দুপুরে রাজধানীর ফার্মগেটে গবেষণা সংস্থা ইনোভিশনের নির্বাচনি জরিপ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসসচিব এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হবে নাকি পিআরে হবে তা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে। এতে সরকার হস্তক্ষেপ করবে না। জরিপে ৯৪ শতাংশ মানুষ ফেব্রুয়ারির নির্বাচন ভোট দিবে বলে তথ্য উঠে আসে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের নির্বাচন ভাবনাবিষয়ক জরিপের ফল ঘোষণা করে বেসরকারি সংস্থা ইনোভিশন। জরিপ পরিচালনার জন্য দেশের ৬৪ জেলার ভোটারদের সঙ্গেই কথা বলেছেন এবং মত নিয়েছেন বলে ইনোভিশনের পক্ষ থেকে জানানো হয়। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন ভোটার। জরিপে উঠে এসেছে ৭১ শতাংশ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাজে সন্তুষ্ট। ৯৪ শতাংশ মানুষ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে চায়। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে সম্মত ৮৬ শতাংশ মানুষ। ৭০ শতাংশ মানুষ মনে করেন এই সরকার নিরপেক্ষ ভোট আয়োজন করবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এই জরিপই বলে দিচ্ছে সরকারের ওপর জনগণের আস্থা আছে এবং আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ ভোট চায়। নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে নির্বাচনের ছোঁয়া লেগেছে। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে, এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয়।

জরিপের ফল তুলে ধরে তিনি বলেন, দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষের ভোট দিতে চাওয়া মানে সামনে ইনক্লুসিভ নির্বাচন হবে।