- সেপ্টেম্বরে ১২ মাজার-খানকায় হামলা
গত আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বেড়েছে বলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাজার ও মুক্তচিন্তা বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের ১৪টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ১২টি মাজার-দরবার-খানকায় হামলার ঘটনা রয়েছে। সংস্থাটি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নির্যাতন-হত্যা কমলেও বেড়েছে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার (পুশইন) ঘটনা। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। গতকাল মঙ্গলবার এমএসএফের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
সংস্থাটির সেপ্টেম্বর মাসের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, এ মাসে ৩৬১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা হয়েছে, যা গত মাসের তুলনায় ১২টি বেশি। এ মাসে ধর্ষণের ঘটনা ৫৩টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৩টি, ধর্ষণ ও হত্যা ৩টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৫ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী। ধর্ষণের শিকার ৫৩ জনের মধ্যে ১৫ জন শিশু, ১৮ জন কিশোরী রয়েছে। অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২ জন শিশু, ৩ জন কিশোরী ও ৮ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ২ জন শিশু ও ১ জন কিশোরী। ধর্ষণের চেষ্টা ২৮টি, যৌন হয়রানি ২৪টি, শারীরিক নির্যাতনের ৯৯টি ঘটনা হয়েছে। এসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন ১ জন পুরুষ ও ২ জন নারী।
এ মাসে ১৩ জন কিশোরী ও ২৬ জন নারীসহ মোট ৩৯ জন আত্মহত্যা করেছেন। এ মাসে অপহরণের শিকার হয়েছেন ১ জন শিশু, ৩ জন কিশোরী ও ২ জন নারী। অপরদিকে ২ জন শিশু, ৩ জন কিশোরী ও ৩ জন নারী নিখোঁজ রয়েছেন। এ ছাড়াও সেপ্টেম্বর মাসে ৩ জন শিশু, ৪ জন কিশোরী ও ৪ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৮৩ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকা-ের শিকার হয়েছেন। যার মধ্যে ৩৪ জন শিশু ও কিশোরী রয়েছেন।
গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মাজার ও মুক্তচিন্তা বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা লংঘনের ১৪টি ঘটনা জানা গেছে। যার মধ্যে রয়েছেÑ সিলেটের ৪টি মাজার, কুমিল্লাতে ৪টি মাজার, রাজবাড়ীর দরবার শরীফ, রাজশাহীর খানকা শরীফ, নেত্রকোনায় পীরের আস্তানা, ময়মনসিংহে খানকা শরীফে অগ্নিকা-, ভাঙচুর ও হামলা। এ ছাড়াও কুষ্টিয়ায় লালন ফকিরের আখড়ায় হামলার হুমকি, ময়মনসিংহে ৪ মাস আগে বৃদ্ধ হালিম উদ্দিন ফকিরের জোরপূর্বক চুল কাটার ঘটনা, যা এ মাসে ভাইরাল হয়। সিলেটে ঈদে মিলাদুন্নবীর (সা.) পথযাত্রায় হামলা, কুমিল্লায় মহানবীকে কটূক্তির অভিযোগে মুসলিম যুবক এবং মাগুরায় দুর্গা প্রতিমার ডান পাশে থাকা অসুরের অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে সনাতন ধর্মাবলম্বী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুরের ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামে ১ জন নিহত এবং ৫০ জনের অধিক আহত হয়েছে। গত ২৩ আগস্ট মারা যাওয়া নুরাল পাগলার লাশ মাটি থেকে কয়েক ফুট উপরে দাফন করার অভিযোগে ইমান-আকিদা রক্ষা কমিটি ‘মার্চ ফর গোয়ালন্দ’ কর্মসূচি পালন করার ঘোষণা দেয় এবং কবর থেকে ৫ সেপ্টেম্বর লাশ তুলে পোড়ানো হয়।
বিএসএফ এবং আরাকান আর্মির তৎপরতা:
সেপ্টেম্বর মাসে সীমান্তে বিএসএফের ছোঁড়া গুলিতে ১ জন নিহত, ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বিএসএফের নির্যাতনে ২ জন আহত হয়। ভারত সীমান্তবর্তী এলাকা থেকে এক অজ্ঞাত বাংলাদেশির মৃতদেহ পাওয়া যায়। এ ছাড়াও সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ভারতীয় সীমান্ত থেকে ছয় বাংলাদেশি জেলেকে অপহরণ করে ভারতীয় জলদস্যুরা। অপরদিকে মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্য কর্তৃক পাঁচটি ট্রলার এবং তিনটি নৌযানসহ ৫৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা রয়েছে। ফলে সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা উৎকণ্ঠা ও আতঙ্কে জীবনযাপন করছে।
বিচারবহির্ভূত কর্মকাণ্ড :
সেপ্টেম্বর মাসে বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত কর্মকা-ের দুটি ঘটনায় গুলিতে ৪ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বর মাসে গাজীপুর, সিলেট, মৌলভীবাজার, বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানাহাজতে ২ বন্দির আত্মহত্যাসহ মোট ৫ জনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা রয়েছে। এ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার আতঙ্কে পালাতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পুলিশি হেফাজতে নির্যাতনের একটি এবং কারা হেফাজতে আসামি মৃত্যুর ৮টি ঘটনা হয়েছে। সেপ্টেম্বর মাসে কারা হেফাজতে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। গত মাসে এর সংখ্যা ছিল ১০। এ মাসে ২ জন কয়েদি ও ৬ জন হাজতির মৃত্যু হয়েছে।
রাজনৈতিক সহিংসতা আগস্ট মাসের তুলনায় কমেছে: রাজনৈতিক সহিংসতার ৩৮টি ঘটনায় হামলার শিকার হয়েছেন ২৯৪ জন। তাদের মধ্যে ৭ জন নিহত এবং ২৮৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৯ জন গুলিবিদ্ধ। নিহতদের মধ্যে ৭ জন বিএনপির কর্মী-সমর্থক এবং একজনের রাজনৈতিক পরিচয় স্পষ্ট নয়। সহিংসতার ৩৮টি ঘটনার মধ্যে ৫টি ঘটনায় রাজনৈতিক বিরোধ এবং সহিংসতাকে কেন্দ্র করে পার্টি অফিস, বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিকা- এবং ককটেল বিস্ফোরণের ঘটনা হয়েছে। সহিংসতার ৩৪টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্দ্বন্দ্বে ১৭টি, বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ১০টি, এনসিপি-আওয়ামী লীগ দ্বন্দ্বে ১টি, বিএনপি-এনসিপি দ্বন্দ্বে ১টি, বিএনপি-জামায়াত সংঘর্ষের ৫টি ঘটনা হয়েছে।
এমএসএফের প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় ২৯টি ঘটনায় ৬৩ জন সাংবাদিক নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে এমএসএফ জানায়, আগস্ট মাসে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ছিল ৮টি। এ মাসে ইতোমধ্যে তা বেড়ে দ্বিগুণে দাঁড়িয়েছে। ১৬টি ঘটনায় সারা দেশের পঞ্চগড়, মানিকগঞ্জ, ঢাকা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নেত্রকোনা, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, জয়পুরহাট, গাইবান্ধাসহ ১৬টি জেলায় ২৯টি প্রতিমা ভাংচুর, ৬টি প্রতিমাতে আগুন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ১ জন গ্রেপ্তার, ২টি মন্দিরে চুরি ও ২টি জমি দখল সংক্রান্ত ঘটনা হয়েছে। অন্যদিকে, সেপ্টেম্বর মাসে জাতিগত সংখ্যালঘু নির্যাতনের ৩টি ঘটনা হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
গণমাধ্যম সূত্রে পাওয়া এমএসএফের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে অন্তত ৪৩টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে ২৪ জন নিহত ও ৩২ জন গুরুতরভাবে আহত হয়েছে। গণপিটুনির শিকার ২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। অপরদিকে এ মাসে মব সন্ত্রাসের মাধ্যমে বেশ কয়েকজন ব্যক্তিকে প্রকাশ্যে জোরপূর্বক চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে, যা মর্যাদাহানিকর, অমানবিক, বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন