আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গৃহীত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিমে (ঋওঈএঝ) অংশ নিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি; বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের কনফারেন্স রুমে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলমের উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক মুহাম্মদ নাজমুল হক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন