বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চেম্বার নির্বাচনে আ.লীগের ‘সহোদর’ বিএনপি

জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৩:৩৯ এএম

চেম্বার নির্বাচনে আ.লীগের ‘সহোদর’ বিএনপি

গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একের পর এক গ্রেপ্তারের ঘটনা ঘটলেও উল্টোচিত্র ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চিটাগং চেম্বার অব কমার্সে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আপনভুবনে ‘সহোদর’ আওয়ামী লীগ ও বিএনপিপন্থি ব্যবসায়ী সংগঠনের নেতারা। শুধু তাই নয়, বিপরীতমুখী এই দুই সংগঠনের নেতারা জোট বেঁধে প্যানেল দিচ্ছেন একই ব্যানারে। সংগঠনের তীব্র সমালোচনার মধ্যেও এই জোটের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফপন্থি এশিয়ান-ডাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছোট ভাই আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। আবদুস সালাম আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য। 

তথ্য-উপাত্ত বলছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সাথে জোট বাঁধতে বৈঠক করেও ব্যর্থ হন আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের ব্যবসায়ীদের সাথে আঁতাতের কারণে আমীর হুমায়ুনের সাথে জোট বাঁধতে নারাজ আমজাদ চৌধুরী ও নুরুল আমিন। 

সূত্র বলছে, আমীর হুমায়ুন গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মেহেদীবাগস্থ বাসভবনে আমজাদ চৌধুরীর সাথে চেম্বারের আসন্ন নির্বাচন নিয়ে বৈঠক করেন। পরপর বৈঠকে বসেন নুরুল আমিনের সাথে। কিন্তু দুটি বৈঠকেই ব্যর্থ হন আমীর হুমায়ুন। জোট বাঁধার প্রস্তাবে সাড়া দেননি কেউ। 

আবদুস সালাম ২০২২ সালের ২৫ মে নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণ হরেন। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার  মোশাররফ হোসেন। আবদুস সালামের ছেলে সাকিফ আহমেদ সালামও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। তিনি ২০২৩ সালের ৩১ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হন। 

২০২২ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায়  মেজবানের আয়োজন করেছিল এশিয়ান-ডাফ গ্রুপ। এ সময় কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন সালাম ও তার ছেলে সাকিফ আহমেদ। আবদুস সালামের ভাতিজা ওয়াইএনটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাওসিফ আহমেদসহ সালামের ঘনিষ্ঠ আরও ১৫ জন ব্যবসায়ী পরিচালক পদে মনোনয়নপত্র নিয়েছেন বলে জানা গেছে। 

সাবেক সংসদ সদস্য এম এ লতিফপন্থি আওয়ামী লীগ নেতা আবদুস সালামের সঙ্গে জোট বাঁধা নিয়ে আমীর হুমায়ুনের ওপর বিরক্ত বিএনপিপন্থি ব্যবসায়ীরা। চট্টগ্রাম চেম্বারের সাথে জড়িত একাধিক সূত্রের দাবি, ফ্যাসিবাদের দোসরদের সাথে আঁতাত করা মানে খালেদা জিয়ার সাথে বেঈমানি করা। এক প্রশ্নের জবাবে তারা আরও বলেন, চট্টগ্রাম চেম্বার নির্বাচন নিয়ে আমীর হুমায়ুন মাহমুদ বিএনপির ভাবমূর্তি নষ্ট করছেন। 

এ বিষয়ে জানতে চাইলে আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক প্রেসিডেন্ট হিসেবে আমি প্যানেল দিয়েছি। নির্বাচনের প্রয়োজনে ব্যবসায়ী সংগঠকদের প্যানেলের সাথে যুক্ত করা ভ্রাতৃত্বের সৌন্দর্য বাড়ায়।

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে পরিচালক পদে ২৪ জন নির্বাচিত হবেন। এর মধ্যে অর্ডিনারির ১২টি পদ ও অ্যাসোসিয়েট ক্যাটাগরির ৬টি পদ। টাউন অ্যাসোসিয়েশন ও  ট্রেড গ্রুপ ক্যাটাগরিতে ছয়টি প্রতিষ্ঠানের ছয়জন একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

নির্বাচনকে কেন্দ্র করে ছয় হাজার ৭৮০ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে চেম্বার অব কমার্স। এর মধ্যে সাধারণ সদস্য চার হাজার একজন ও সহযোগী সদস্য দুই হাজার ৭৬৪ জন। তবে এই ভোটার তালিকা নিয়েও অভিযোগ উঠেছে। সদস্যদের দাবি, প্রায় সাড়ে ১৩ হাজার সদস্যকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। 


 

রূপালী বাংলাদেশ

Link copied!