এমপিওভুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নিতে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ার আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর। গত মঙ্গলবার আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা ও জৈনপুরী খানকা শরিফ কমপ্লেক্সে এক দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষার মূল ইবতেদায়ি শিক্ষা যদি ঠিক না থাকে, তাহলে উচ্চ শিক্ষা লাভ থেকে অধিকাংশ শিক্ষার্থী বঞ্চিত হবে। সুতরাং মূল ঠিক না থাকলে শাখা-প্রশাখা থেকে ফলের আশা করা যায় না। শিক্ষার ফল গ্রহণের জন্য নি¤œ শিক্ষার প্রতি সবাইকে মনোযোগ দিতে হবে। তাই আমি জৈনপুরী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চার তরিকার খাদেম এবং প্রাচীনতম ধর্ম প্রচারক হিসেবে এমপিও বরাদ্দকারী কর্তৃপক্ষকে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি জানাচ্ছি।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন