ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়

গোপালগঞ্জে মিছিল, সড়ক অবরোধের চেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১২:৫০ এএম

** ঢাকায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
** উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন 

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদ- দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। একই সময়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রায়ের বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছেন। এ ছাড়া গতকাল ঢাকায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রিকশাচালক আহত হয়েছেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, রায় ঘোষণা করার পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে শেখ রাসেল শিশু পার্কের সামনে ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন বিক্ষোভ মিছিল বের করেন। তার মুঠোফোনে সেই বিক্ষোভের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে সরে পড়েন।

এদিকে ঢাকা-খুলনা সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় পেট্রল দিয়ে পাটখড়ি ও টায়ার জ্বালিয়ে কয়েক দফা সড়ক অবরোধের চেষ্টা করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, দু-একটি ঘটনা ছাড়া গোপালগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত আছে।

এদিকে গতকাল সন্ধ্যায় মিরপুর-১ ও মৌচাকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রিকশাচালক আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় রাজধানীর মৌচাক ক্রসিং এলাকায় মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে কিছু দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন। তার পায়ে আঘাত লাগে। এ ছাড়া বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বরে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় ফুট ওভারব্রিজ থেকে অজ্ঞাত ব্যক্তি দুইটি ককটেল নিক্ষেপ করে। তবে ককটেল বিস্ফোরণের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়। 

আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার 

‎রাজধানীতে নাশকতা ও ককটেল বিস্ফোরণের পরিকল্পনা এবং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিলের আয়োজন, অর্থায়ন, সমন্বয় সাধন এবং ককটেল বিস্ফোরণে সক্রিয় অংশগ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ডিবির মতিঝিল, গুলশান, লালবাগ, তেজগাঁও, রমনা, ওয়ারী ও মিরপুর বিভাগের টিম অংশ নেয়। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য দলীয় পদাধিকারীরা হলেন- ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সোহেল; বনানী থানা ২০নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. দিদার; মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাদিম হোসেন; মিরপুর থানা ১১নং ওয়ার্ড কৃষক লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. জুলহাস সরদার; নেত্রকোনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম খান শুভ; রমনা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাফসির সাদেক রানা; কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. মজিবুর রহমান; ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোশাররফ হোসেন; কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোছা. খাদিজা আক্তার শিল্পী। এ ছাড়া ঢাকা, নেত্রকোনা ও ফরিদপুর জেলার বিভিন্ন পর্যায়ের আরও ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

ডিবি আরও জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা করা হয়েছে।

তুরাগে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে ঢুকে গাড়িতে আগুন: এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর রাজধানীর তুরাগে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানের ভাইয়ের বাসায় ঢুকে বিক্ষুব্ধ লোকজন একটি গাড়িতে আগুন দিয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই নেতার বাড়ির পাশে অবস্থিত তার ভাই নাদিম হাসানের বাসার সীমানার ভেতরে থাকা একটি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে জানান তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম। এতে আগুন বাড়ির অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।

আগুনে মাইক্রোবাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। দূর থেকে ওই বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেছেন এলাকাবাসীর অনেকে। তারা মনে করেছেন, সাবেক সংসদ সদস্যের বাসায় আগুন লেগেছে।
নাদিম হাসানের এ বাসার কাছেই সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বাসা, যোগ করেন ওসি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে গাড়িটিতে আগুন লাগার বিষয়ে ওসি বলেন, একদল লোক হুট করে ভেতরে ঢুকে বাড়ির সীমানার ভেতরে খোলা জায়গায় থেমে থাকা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গাড়িতে আগুনের বিষয়ে উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আলম হোসেন বলেন, বিকেলে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ২৩ নম্বর সড়কে একটি তুলার গুদামে আগুন লাগে। সেটা নেভানোর কাজ করার সময় সাবেক সদস্যের ভাইয়ের বাসায় আগুনের খবর আসে। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি আগুন নিভে গেছে। আমাদের কাজ করতে হয়নি। পরে দেখা যায়, বাড়ির চৌহদ্দির ভেতরে একটি মাইক্রোবাস পুড়ে গেছে।