ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ডিএনসির অভিযানে চিকিৎসকের ড্রয়ারে মিলল ইয়াবা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০১:২০ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা গার্ডেন এলাকায় ড্রয়ারে লুকানো ইয়াবাসহ এক এমবিবিএস চিকিৎসক এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তাররা হলেনÑ ডা. নাফিস সাদিক এবং জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মো. সাজাহান।  গতকাল মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ নভেম্বর ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদের নির্দেশনায় পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম বসিলা গার্ডেন সিটির শান্তা টাওয়ারে অভিযান চালায়। অভিযানে একটি কক্ষ থেকে আটক করা হয় এমবিবিএস ডা. নাফিস সাদিক এবং জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মো. সাজাহানকে।

ডিএনসির মহাপরিচালক বলেন, এ সময় জিজ্ঞাসাবাদে ডা. নাফিস প্রথমে অস্বীকার করলেও পরে নিজেই পড়ার টেবিলের ড্রয়ার খুলে ৫০ পিস ইয়াবা বের করেন। এ সময় তার সঙ্গে থাকা সহযোগীর দেহ তল্লাশি করে আরও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি আরও বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত ফ্ল্যাটে বসে মাদক কারবারে হাত ছিল কি না- তা খতিয়ে দেখছে ডিএনসি।

চিকিৎসক নাফিস সাদিক কীভাবে এবং কত দিন ধরে তার সঙ্গে যুক্ত, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ।