ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

একশ বছরেও মামলা হয়নি যে গ্রামে

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:০২ এএম

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চলনবিলবেষ্টিত এলাকায় গড়ে উঠেছে বিস্ময়কর আদর্শ গ্রাম হুলহুলিয়া। প্রায় ২.১৫ বর্গকিলোমিটার আয়তনের এ গ্রামে বসবাস করেন ছয় হাজার মানুষ। আশ্চর্যের বিষয় হলো, গ্রামে শতভাগ মানুষ শিক্ষিত, সব ছেলে-মেয়ের এসএসসি পাস বাধ্যতামূলক, আর গত একশ বছরেও এখানে কোনো মামলা-মোকদ্দমা হয়নি। এমনকি পুলিশকেও কখনো হস্তক্ষেপ করতে হয়নি। ১৯১৪-১৫ সালের ভয়াবহ বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ার পর গ্রামের মাতবর মছির উদ্দিন মৃধার উদ্যোগে সমবায়ধর্মী সহযোগিতা গড়ে ওঠে। সেই ধারাবাহিকতায় ১৯৪০ সালে গঠন করা হয় ‘হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ’। গ্রামের যেকোনো বিরোধ বা সমস্যা প্রথমে পরিবার, পরে পাড়ার কমিটি এবং শেষ পর্যন্ত এই পরিষদেই মীমাংসা হয়। তাই আদালত বা পুলিশের প্রয়োজন পড়ে না। গ্রামের স্কুল, মাদ্রাসা, বাজার, মসজিদ ও গোরস্তান কিংবা প্রতিটি প্রতিষ্ঠান পরিচালিত হয় ভোটে নির্বাচিত কমিটির মাধ্যমে। দরিদ্র পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেয় বিশেষ তহবিল কমিটি; চাকরিতে যোগ দিলে তারা সেই সহায়তা পরিশোধ করেন। হুলহুলিয়া গ্রামের শিক্ষার হার শতভাগ। রয়েছে একটি প্রাইমারি স্কুল, একটি হাইস্কুল, মাদ্রাসা ও বিভাজন না ঘটতে রয়েছে একটিমাত্র মসজিদ। এখান থেকে গড়ে উঠেছেন দুই শতাধিক প্রকৌশলী, শতাধিক চিকিৎসক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিচারকসহ নানা পেশার মানুষ। চাকরিজীবীদের উদ্যোগে শেকড় ও বটবৃক্ষ নামে দুটি অরাজনৈতিক সংগঠন গ্রামে বৃত্তি, সহায়তা ও কর্মসংস্থানে ভূমিকা রাখছে। স্বশাসন, শিক্ষার প্রসার এবং পারস্পরিক সহযোগিতার অনন্য সমন্বয়েই হুলহুলিয়া আজ দেশের অন্যতম আদর্শ গ্রাম হিসেবে পরিচিত।