ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

কবর খুঁড়ে মায়ের লাশ তুলে ঘরে লেপ-কাঁথায় ঢেকে রাখে ছেলে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:০৩ এএম

গাজীপুরের কালিয়াকৈরে কবর খুঁড়ে মায়ের লাশ তুলে নিজের ঘরে মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রেখেছিল তার ছেলে। অভিযোগ উঠেছে, ফাঁসিতে ঝুলে নিহত মাকে কবর দেওয়ায় স্বজনসহ প্রতিবেশীদের খুন-জখমের হুমকিও দেয় ওই মাদকাসক্ত ছেলে। গত সোমবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ থেকে পরিত্রাণ চান স্বজনসহ এলাকাবাসী।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুরী এলাকার খোদেজা বেগম তার স্বামী আনতাজ আলীর মৃত্যুর পর একমাত্র ছেলে সজিব হোসেনকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু ধীরে ধীরে সজিব মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে মা খোদেজার সঙ্গে ছেলে সজিবের মাঝে মধ্যে ঝগড়া-বিবাদ হতো। এরই ধারাবাহিকতায় গত শনিবার তাদের মা-ছেলের মধ্যে ঝগড়া হয়। ওইদিন বিকেলে ছেলের সঙ্গে অভিমান করে ফাঁস নেন মা খোদেজা বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পরের দিন রোববার সন্ধ্যায় জানাজার পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু রাতের কোনো একসময় মাদকাসক্ত সজিব কবর খুঁড়ে মায়ের লাশ তার নিজের ঘরে নিয়ে মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখে। পরের দিন সোমবার সকালে কবরস্থানে কবর খোঁড়া দেখতে পেয়ে সন্দেহ হয় এলাকাবাসীর। এরপর তারা কবরস্থানে গিয়ে দেখেন সেখানে তার লাশ নেই। এ সময় লোকজন দেখে সজিব দৌড়ে পালিয়ে যায়। এতে সন্দেহ হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সজিবের ঘরের তালা ভাঙে এলাকাবাসী। এ সময় তারা ঘরে মশারির ভেতর লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখা লাশ দেখতে পান। লাশ থেকে বের হচ্ছিল দুর্গন্ধ। এর আগে ওই রাতে তার মামা আব্দুল মান্নান মিয়ার মোবাইলের ফোন দেন সজিব। ফোনে তার মাকে মাটি দেওয়ার কারণ জানতে চায়। এ সময় তার মাকে কবর দেওয়ায় তাদের খুন-জখমের হুমকিও দেয় সজিব। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাদকাসক্ত ছেলের এমন কর্মকা- থেকে পরিত্রাণ পেতে কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতা চেয়েছে এলাকাবাসী। পরে দুপুরে ওই খোদেজা বেগমের লাশ পুনরায় দাফন করা হয়। বর্তমানে মাদকাসক্ত সজিব পলাতক রয়েছে। 

নিহতের বড় ভাই আব্দুল মান্নান মিয়া বলেন, খোদেজাকে দাফন করায় ফোনে আমাকে খুন-জখমের হুমকি দিয়েছে। এতে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। ওই এলাকার আব্দুল বারেক জানান, লাশ উঠানোর কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে পুনরায় নিহতের লাশ দাফন করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলমগীর হোসেন জানান, ওই ছেলেটি মাদকাসক্ত হয়ে পড়ায় তার মায়ের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া হতো। ওইদিন তাদের মা-ছেলের ঝগড়ার জেরে তার মা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে ময়নাতদন্ত শেষে লাশ দাফন হলেও রাতে লাশটি তুলে ঘরে মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখে ওই ছেলে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

এ ব্যাপারে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুরুজ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর স্থানীয় লোকজন সোমবার নিহতের লাশ পুনরায় দাফন করেছেন।