ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

আমি যদি কবি হতাম 

আমিনুল ইসলাম
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০২:২১ এএম

আমি যদি কবি হতাম 
আমিনুল ইসলাম

কী পেলাম, কী হারালাম? 
বিগত সময়ের পথ ধরে চলেই যাচ্ছে আমাদের আগত সময়।
চলে যাচ্ছে বছর, যাচ্ছে সপ্তাহের একেকটি 
বৃহস্পতিবার। মাস যায় ঋতু বদলায়,
সিজিন কম্পনে পাল্লা দিয়ে বাড়ছে পৃথিবীর বয়স। 
আমি যদি কবি হতাম
শব্দের তরঙ্গ পথে বাঁধ দিয়ে কিছুক্ষণ 
থামিয়ে রাখতাম কলমের গতি।
কী পেলে কী হারালে?
এমন হিসেবে আহত হয় কেবল জীবন,
মৃত্যু ব্যতীত এই জীবন থেকে পালাইবার কোনো পথ নেই। 
গেল বছর যে দুঃখ পেয়ে সুখের 
অভাব বোধ করেছিলাম,
ঐটুকু দুঃখ এখন আমার সুখ।
জীবনকে এমন অভাববোধ করাইও না,
যে অভাবে চারপাশ মনে হয় শূন্য, ফাঁকা, বেঁচে থাকা অনর্থক।