ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

পথচারী নিহত

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০২:২৬ এএম

রাজশাহীতে বালু বোঝাই ট্রাকচাপায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি শ্যামপুর পশ্চিমপাড়া সাইদের মোড়ের আল শেখের ছেলে এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। স্থানীয়রা জানান, গত বুধবার রাত এশার নামাজের পরে শহিদুল বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা রাত পৌনে ১০টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের চৌদ্দপাই এলাকায় সড়ক অবরোধ করে। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, ‘ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হলে জনতা সড়ক অবরোধ করে। আধাঘণ্টার পর তারা চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’