বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে প্লাস্টিক ভাস্কর্য ‘দানব’-এর প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ‘সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে নমুনা প্রদর্শনী’র অংশ হিসেবে এটি তৈরি করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’। গত বুধবার সন্ধ্যায় এ দানব ভাস্কর্যের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক বর্জ্য খেয়ে মারা যাচ্ছে অসংখ্য সামুদ্রিক প্রাণী, ধ্বংস হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয় ও পর্যটকদের মাঝে প্লাস্টিকের এসব ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে এই প্লাস্টিক দানব ভাস্কর্যের প্রদর্শন। যাতে সচেতন হয়ে পর্যটকসহ সবাই নিজ নিজ এলাকায় গিয়ে একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, ট্যুরিস্ট পুলিশ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্লাস্টিক সংগ্রহের জন্য সৈকতে এলাকায় খোলা হয় ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ নামের একটি দোকান। এ দোকানে স্থানীয়রা পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে সংগ্রহ করছে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপণ্য। বিপুল পরিমাণে এসব পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

