ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

প্রতিবেশীর খাটের নিচ থেকে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০২:৩০ এএম

ঝিনাইদহে নিখোঁজের কয়েক ঘণ্টা পর প্রতিবেশীর খাটের নিচ থেকে সাইমা আক্তার ছাবা (৪) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে পৌরসভার পবহাটী গ্রামের ঈদগাঁ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সায়মা একই এলাকার ভ্যানচালক মো. সাইদুল ইসলামের মেয়ে। ঘটনার পর প্রতিবেশী আক্তারুজ্জামান মাসুদের স্ত্রী সান্তনা খাতুন (৩২) কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ। স্থানীয়রা জানান, শিশুটি সকাল থেকেই নিখোঁজ ছিল। আশপাশের পুকুর, বাড়ি ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সারাদিন মাইকিং করা হয়। পরে রাতে সাইদুল ইসলামের প্রতিবেশী সান্তনা খাতুনের বাড়ি থেকে পুলিশ ছাবার মৃতদেহ উদ্ধার করে।

নিহতের বাবা সাইদুল ইসলাম বলেন, ‘সকালে মেয়ে আমাকে ঘুম থেকে তুলে চুমু দেয় এবং বলে কাজে যাবা না? আমার জন্য মিষ্টি কিনে আনতে হবে না?’ তারপর তাকে ভ্যানে চড়িয়ে একটু ঘুরিয়ে নামিয়ে দিয়ে কাজে বের হই। রান্না শেষে ডাক দিলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পরও পাইনি। পরে থানায় জিডি করি ও মাইকিং করি।’

তিনি আরও বলেন, ‘মাসুদের বাড়িতে খুঁজতে গেলে তার স্ত্রী বলেন, আমার মেয়ে তাদের বাড়িতে আসেনি। কিন্তু পাড়ার সবাই খোঁজ করলেও সে খোঁজ করছিল নাÑ এতে সন্দেহ হয়। রাতে আবার দেখি সে একটি বস্তা নিয়ে কোথাও যাচ্ছে। চিৎকার করলে সে ঘরে ঢুকে পড়ে। পুলিশ গিয়ে তার খাটের নিচ থেকে আমার মেয়ের লাশ উদ্ধার করে।’

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন বলেন, ‘শিশুটি সকাল থেকে নিখোঁজ ছিল। পুকুরসহ সব জায়গায় খোঁজ করা হয়। রাতে প্রতিবেশীর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। কী ঘটেছে এখনই বলা সম্ভব নয়। তদন্ত চলছে। সম্ভাব্য সংশ্লিষ্ট ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে-রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।’