সিলেটে কৃষি ব্যবসায় আগ্রহী তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য ১১ দিনব্যাপী অন-দ্য-জব প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার শাহজালাল উপশহরের এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে কৃষি বিপণন অধিদপ্তর বাস্তবায়িত এবং সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি। তিনি বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ এবং এ দেশের মাটি স্বভাবতই ঊর্বর। কিন্তু সঠিক জ্ঞান ও পরিকল্পনার অভাবে অনেক জমি বছরে একাধিকবার চাষাবাদ করা হয় না। আধুনিক কৃষিপ্রযুক্তি, নিত্যনতুন পদ্ধতি এবং উদ্যোক্তা ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি।

