ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ট্রাকচাপায় নিহত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০২:২৪ এএম

পঞ্চগড়ের করোতোয়া সেতুতে অফিসে যাওয়ার পথে ট্রাকচাপায় আনারুল ইসলাম (৪৭) নামে এক উপজেলা প্রসেস সার্ভার নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামের বাসিন্দা ও বাহার উদ্দিনের ছেলে। তিনি আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রসেস সার্ভার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে এবং চালকের সহকারী (হেলপার) মজিবর শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনারুল মোটরসাইকেল নিয়ে আটোয়ারীর উদ্দেশ্যে বাসা থেকে বের হন। করোতোয়া সেতুর কাছে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকার সামনে পড়ে যান। ট্রাকের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।