ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৯:২৬ এএম
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন  বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই বিকাল ৫টা থেকে ওই স্টেশন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ডিএমটিসিএলকে চিঠি দেওয়া হয়েছে। এ কারণে সোমবার ওই স্টেশন বন্ধ থাকবে।এই সিদ্ধান্ত শুধু আগামীকালের জন্যই নেওয়া হয়েছে। মেট্রোরেলের সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি মানুষের সমাগম হয়, এমন অনুষ্ঠান থাকায় মেট্রোরেলের স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অন্যান্য গন্তব্যের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশন বন্ধ রাখা হয় বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।