বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তাদের দক্ষতা, সমন্বয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টির বেশি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু বাংলাদেশের মতো দক্ষ ও দ্রুত সিদ্ধান্তগ্রহণকারী টিম আমরা খুব কম দেখেছি। স্পেসএক্সের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আপনাদের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী।’
অধ্যাপক ইউনূস বাংলাদেশের বর্ষাকালের মনোরম পরিবেশের কথা উল্লেখ করে বলেন, চারপাশের সবুজ ও পানিতে ভরা সময়টি দারুণ হলেও বন্যা ও জলাবদ্ধতা আমাদের নিত্য বাস্তবতা। এ বাস্তবতায় নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ অপরিহার্য হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলে উন্নত কানেক্টিভিটির বিশেষ প্রয়োজন রয়েছে। ওই সব অঞ্চলে ভালো শিক্ষক ও চিকিৎসকের অভাব রয়েছে। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার পরিকল্পনায় এগোচ্ছি, যা বিচ্ছিন্ন এলাকার শিক্ষার্থীদের জীবন বদলে দেবে।’
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে ইউনূস বলেন, ডিজিটাল হেলথ সার্ভিস চালু হলে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারবে। তাদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে, ফলে ভবিষ্যৎ চিকিৎসা সহজ হবে।
তিনি গর্ভকালীন নারীদের স্বাস্থ্যসেবায় এ সেবার তাৎপর্য তুলে ধরে বলেন, অনেক সময় গর্ভবতী নারীরা চিকিৎসকের কাছে যেতে পারেন না। ডিজিটাল হেলথ সার্ভিস হলে তারা ঘরে বসেই পরামর্শ নিতে পারবেন।
প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও এ সেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভাষাগত সমস্যা ও সংস্কারজনিত সংকোচের কারণে প্রবাসীরা অনেক সময় বিদেশি ডাক্তারের সঙ্গে খোলামেলা কথা বলতে পারেন না। এ সেবা চালু হলে তারা বাংলাদেশের ডাক্তারের সঙ্গে কথা বলে পরামর্শ নিতে পারবেন।
অধ্যাপক ইউনূস লরেন ড্রেয়ারকে উদ্দেশ করে বলেন, ‘আমরা যেসব ছোট ছোট উদ্যোগ নিচ্ছি, সেগুলোকে আপনারা বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারেন।’
উত্তরে লরেন ড্রেয়ার ইউনূসের ধারণাগুলোকে ‘বিশ্বে অনুকরণীয় মডেল’ বলে অভিহিত করেন এবং বলেন, ‘আপনি যেভাবে উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন করছেন, তা আমরা অন্য দেশগুলোর নেতাদের সঙ্গেও শেয়ার করব। আপনি যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন, তবে তারা কেন পারবেন না?’
তিনি দুর্নীতির বিরুদ্ধে ইউনূসের অবস্থান এবং প্রযুক্তির মাধ্যমে সেবার বিকেন্দ্রীকরণ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘প্রায়ই বিভিন্ন দেশে ঘোরার কারণে আমি জানি, দুর্নীতি কত বড় চ্যালেঞ্জ হতে পারে। আপনার দৃষ্টিভঙ্গি এবং উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ী।’

 
                             
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031020255.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন