প্রিয়জনের পাশে থাকা মানেই দিন রাত ভালো থাকা, অহর্নিশ তাকে ঘিরেই যেন স্বপ্নের যাপিত জীবন। প্রিয়জনের স্পর্শ মাখা এই দিনরাত্রির অনুভূতি নিয়ে ধ্রুব মিউজিক আমার গানের ঢাকার প্রতিযোগী আহমেদ সজীব গেয়েছেন নিজের কথা ও সুরে ‘ভালো থাকা বারণ’ শিরোনামের গান।
গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নিজের মৗলিক গান নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে সজীব বলেন, ‘এই গানটি আমি লিখেছি এক গভীর আবেগ ও নিঃসঙ্গ ভালোবাসার অনুভূতি থেকে। একজন মানুষ যখন কাউকে খুব গভীরভাবে ভালোবাসে তখন তার সব অনুভব, সব আশা ভরসা; এমনকি বেঁচে থাকার মানেও সেই প্রিয়জনের মধ্যেই খুঁজে পায়। আমি অনুভব করেছি, যখন প্রিয় মানুষ পাশে থাকে তখন সময়ও যেন থেমে যায়, দিনগুলো হয়ে ওঠে আলোকিত আর জীবনের সব রং যেন তার সান্নিধ্যেই খুঁজে পাওয়া যায়। এটা শুধু প্রেমের গান নয়, এটা ভালোবাসার প্রতি এক নিঃশর্ত আত্মসমর্পণ। যেখানে ভালোবাসার মানুষটি হয়ে ওঠে জীবনের সবচেয়ে আপন, সবচেয়ে প্রয়োজনীয় একটি মাত্র কারণ। আশা করছি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিক’সহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
আপনার মতামত লিখুন :