আওয়ামী লীগ আমলে বিতর্কিত তিনটি সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্তের স্বার্থে পিবিআই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য ইসির কাছে চেয়ে পাঠিয়েছে।
এদিকে রিটার্নিং কর্মকর্তাসহ ভোটগ্রহণের সঙ্গে জড়িত কর্মকর্তাদের তথ্য দিতে এরই মধ্যে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে চিঠি দিয়েছে ইসি। তথ্য আসার পর তা পিবিআইকে দেওয়া হবে।
এর আগে গত ২২ জুন দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার আমলের তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ১০ জন নির্বাচন কমিশনারসহ ২১ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলানগর থানায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) মো. সালাহউদ্দিন খান মামলা করেন। তিনি এসব নির্বাচনে ভোট পরিচালনাকারী সিইসি ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আবেদন সিইসি এ এম এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করেছিলেন।
আপনার মতামত লিখুন :