সময়টা এখন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতির। এই অভিনেত্রী ক্যারিয়ারের সুসময় পার করছেন। প্রতিনিয়ত বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরছেন তিনি। সাবলীল অভিনয় দিয়ে তিনি ছোট পর্দায় নিজেকে চিনিয়েছেন অনেক আগেই। নিয়মিত কাজ করছেন নাটক-সিনেমায়।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি কাজ করেছেন দীর্ঘ কমেডি ধারাবাহিক নাটকে। নাম ‘নামে চালাক কামে বোকা‘। সুজিত বিশ্বাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। এতে প্রকৃতির সহশিল্পী তন্ময় সোহেল। আগামীকাল থেকে রাত ৯টা ২০ মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নাটকটি আরটিভিতে প্রচার শুরু হবে।
এ প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশকে মানসী প্রকৃতি বলেন, ‘কমেডি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। সোনার চর গ্রামকে ঘিরে এর গল্প। এ গ্রামের সবাই চালক। যে কারণে সোনার চর এই গ্রামের নামকরণ করা হয় চালাক চর। চালাক চর নামকরণ মানে এ নয়, এই গ্রামের বেশির ভাগ মানুষ চালাক। হাস্যকর ঘটনার মধ্য দিয়ে বিচরণ বোকার চরের বেশ কিছু মজাদার চরিত্র। নাটকটি দেখে দর্শক বেশ বিনোদন পাবে।’
যোগ করে এই অভিনেত্রী বলেন, ‘আমার বেশ কিছু কাজ এরই মধ্যে দর্শক মনে জায়গা করে নিয়েছে। ব্যতিক্রম ঘরানার চরিত্রগুলো দর্শক পছন্দ করেছে। সবসময় দর্শকদের কথা মাথায়
রেখেই কাজ করছি।’
ভিউয়ের দৌড়েও এখন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় প্রকৃতির নামেই। তার কাজের চরিত্রগুলো এখন মানুষের মুখে মুখে। যার প্রমাণ পাওয়া গেছে বহুবার। শেষ ছয় মাসে তার প্রকাশিত কাজগুলোর অধিকাংশ নাটকই মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। তার চরিত্রগুলো হয়েছে আলোচিত। এতে উচ্ছ্বসিত প্রকৃতি। ‘নামে চালাক কামে বোকা‘ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ।
আপনার মতামত লিখুন :