মধ্য রাতে মদ্যপ অবস্থায় এক উবারচালককে মারধরের অভিযোগ উঠেছে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার গভীর রাতে নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মিরপুর থানা পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে সকালে উবারচালক আকবর হোসেনের জিম্মায় নোবেলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল রোববার মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান এ তথ্য নিশ্চিত করেন। গত শনিবার রাতে রাজধানীর কল্যাণপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সাজ্জাদ রোমান আরও বলেন, উবারচালক আকবর হোসেনের কোনো অভিযোগ না থাকায় সকালে তার জিম্মায় গায়ক নোবেলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :