দুদিনের সফরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আগামী ৩০ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রীর ঢাকায় আসার কথা রয়েছে। ৩১ আগস্ট তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।
ইতালির প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জর্জিয়া মেলোনির এ সফরে অভিবাসন ইস্যুতে বড় ধরনের অগ্রগতি আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। পাশাপাশি বাংলাদেশ-ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়েও আলোচনা হতে পারে।
গত মে মাসে ঢাকা সফর করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সময় বৈধ ও নিয়মিত অভিবাসন নিয়ে একটি ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :