কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ ভুন্দুরচর গ্রামে মৃত গোলাম শহিদুল ইসলামের ছেলে ফুলবাবু (৪৩), তার ভাই বুলু মিয়া (৫২) ও তাদের আরেক ভাই আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুন্দুরচর গ্রামের শহিদুল ইসলামের পরিবার ও প্রতিবেশী রব্বানীদের মধ্যে সাড়ে চার বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে সেচ দেওয়া নিয়ে গতকাল দুপুরে উভয় পক্ষ ট্যাঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে শহিদুল ইসলামের দুই ছেলে ও নাতি মারা যান। এ সময় রব্বানীর ছেলে আপেল মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আপেল মিয়াকে ট্যাঁটাবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুস সামাদ বলেন, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খরব পেয়ে পুরিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত করে আটক করা হবে। তিনি আরও বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন