আসন্ন এশিয়া কাপে ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ, ভারত বনাম পাকিস্তান, অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও, ম্যাচটি শেষ পর্যন্ত হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে।
ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব কিছুদিন আগে দাবি করেন, এই ম্যাচটি হবে না। এবার একই বিষয়ে কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।
‘স্টিক উইথ ক্রিকেট’ পডকাস্টে তিনি বলেন, ভারত খেলুক বা না খেলুক, ক্রিকেট তার নিজের গতিতে চলবে, এটি ভারতের গতিতে চলবে না।
আকরাম জানান, এশিয়া কাপের সূচি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া থাকলেও পাকিস্তান দল শান্ত আছে। তিনি বলেন, আমরা খেলি বা না খেলি, সবকিছু ঠিকই থাকবে। খেলা চলতেই থাকবে।
তিনি আরও বলেন যে, রাজনীতিবিদদের বাদ দিয়ে তিনি শুধু খেলা নিয়ে ভাবেন। ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান তিনি।
ওয়াসিম আকরামের দীর্ঘদিনের আশা, ভারত ও পাকিস্তানের মধ্যে আবার দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ শুরু হবে। তিনি বলেন, আমি আমার জীবনে ভারত-পাকিস্তানের মধ্যে আবার একটা টেস্ট সিরিজ দেখে যেতে চাই।
এশিয়া কাপের ফরম্যাট ও সূচি
এই বছর টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে।
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান।
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং।
মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাইয়ে এবং ৮টি আবু ধাবিতে অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে।
ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে। এই দুই ম্যাচের মাঝেই ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান বহুল আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।
সুপার ফোরের লড়াই চলবে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন