অস্থায়ী আবাসন নির্মাণসহ ৫ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। উপাচার্যের কাছে গতকাল মঙ্গলবার দুপুরে স্মারকলিপি হস্তান্তরের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন শাখা সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ১. অবিলম্বে আবাসিক ভাতা (সম্পূরক বৃত্তি) প্রদান এবং তা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর করা ২. বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সব শিক্ষার্থীকে অবহিত করা ৩. নিজস্ব একর জমিতে এক মাসের মধ্যে অস্থায়ী আবাসনের কাজ শুরু এবং ছয় মাসের মধ্যে শেষ করা ৪. আগের তালিকা ৭ অনুযায়ী ছাত্রলীগের শিক্ষার্থী ও নতুন তালিকা অনুযায়ী ৬৮ জন শিক্ষক এবং ২৩ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ৫. অবৈধ নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় জকসু নির্বাচন দ্রুত সম্পন্ন করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগের স্মারকলিপিতে বেঁধে দেওয়া এক মাস সময়ের এখনো ১০ দিন বাকি আছে। এ সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন