বাগেরহাটের দৈবজ্ঞহাটী-সাইনবোর্ড সড়কে বুধবার (০৮ অক্টোবর) সকালে দোলা পরিবহনের একটি বাস ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি দৈবজ্ঞহাটী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহাদুজ্জামান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আহাদুজ্জামান মোটরসাইকেলযোগে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
কচুয়া থানার ওসি মো. রাশেদুল আলম জানান, আহাদুজ্জামান মোটরসাইকেলযোগে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পুলিশ বাসটি জব্দ করেছে এখানো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিহত আহাদুজ্জামানের মৃত্যুর খবরে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন